প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 20 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. ওড়িশার চাঁদিপুর থেকে দেশীয় টেকনোলজি নির্ভর — ক্রুজ মিসাইলের সফল পরীক্ষণ করল DRDO
2. Lowest Limbo Skating Over 25 Meters -এর জন্য নতুন বিশ্ব রেকর্ড করলেন — Takshvi Vaghani
3. সম্প্রতি জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেল — বারাণসীর Tiranga Barfi এবং Dhalua Murti Metal Casting Craft
4. সম্প্রতি আবুধাবিতে শুরু হল — ১৬তম ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট
5. India – the Road to Renaissance: A Vision and an Agenda — শিরোনামে বই লিখলেন ভীমেশ্বরা চাল
6. ২০৩০ সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ অভিযান অর্জনের লক্ষ্য স্থির করল — ভারত
7. জিম্বাবুয়েতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন — ব্রহ্ম কুমার
8. ভারতের প্রথম ইলেকট্রিক ডাম্প ট্রাক লঞ্চ করল — Sany India
9. নৌবাহিনীর নতুন নৌসেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন — দীনেশ কুমার ত্রিপাঠি
10. HDFC Life Insurance বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন — কেকি মিস্ত্রি