প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 20 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. জয়সালমীরে অনুষ্ঠিত বায়ুশক্তি অনুশীলনে প্রথমবার ব্যবহার করা হল — SAMAR Air Defence Missile
2. যৌথভাবে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে — NASA এবং JAXA
3. সম্প্রতি জার্মানিতে আয়োজিত ৬০ তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশগ্রহণ করলেন — ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর
4. BAFTA এওয়ার্ড ২০২৪ -এর সেরা সিনেমা হল — Oppenheimer
5. Tata Advance System Limited দ্বারা নির্মিত — প্রথম স্পাই স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ভারত
6. কলকাতার নন্দনে শুরু হল — ভারতের প্রথম French Flim Festival
7. আসামে বীর লাচিত বরফুকন -এর ১২৫ ফুট দীর্ঘ মূর্তি উন্মোচন করলেন — নরেন্দ্র মোদি
8. প্রথম Digital India Future Skills Summit অনুষ্ঠিত হল — গুয়াহাটিতে