প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 20 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. ভারতের সর্বোচ্চ ভ্যালুয়েবল সেলিব্রিটি ($227.9) হিসাবে নিজের স্থান পুনর্জন করলেন — ক্রিকেটার বিরাট কোহলি
2. নেলসন ম্যান্ডেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানের সম্মানিত হলেন — চলচ্চিত্র নির্মাতা Vinod Ganatra
3. সম্প্রতি ৯৫ বছর বয়সে প্রয়াত হলেন ওড়িশার প্রাক্তন রাজ্যপাল — Murlidhar Chandrakant Bhandare
4. “The Blue Horse and Other Amazing Animals Stories from Indian History” বইটির জন্য বাল সাহিত্য পুরস্কারে সম্মানিত হলেন — লেখক নন্দিনী সেনগুপ্ত
5. V. Shantaram লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত হলেন — বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা Subbiah Nallamuthu
6. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে উদ্বোধন করলেন — নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস
7. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন — নামিবিয়ার খেলোয়াড় David Wise
8. Paavo Nurmi Games -এ স্বর্ণপদক জিতলেন — ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া