কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 21 জুন 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 21 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. এবারের বিশ্ব রিফিউজি দিবসের থিম ছিল — “Solidarity with Refugees”

2. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন — নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার ট্রেন্ড বোল্ট

3. সুইজারল্যান্ড এর জেনেভাতে সম্প্রতি অনুষ্ঠিত হল — ১১২ তম আন্তর্জাতিক লেবার কনফারেন্স

4. Microsoft কে প্রতিহত করে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির স্থান অর্জন করল — Nvidia

5. দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সম লিঙ্গের বিয়ের মান্যতা দিল — থাইল্যান্ড

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

6. মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লির কমিশনার পদে নিযুক্ত হলেন — IAS অশ্বিনী কুমার

7. গ্রেটার নয়ডাতে ভারতের বৃহত্তম স্মার্টফোন প্ল্যান্ট চালু করবে — Vivo কোম্পানি

8. চাকরির ক্ষেত্রে রূপান্তরকামী সম্প্রদায়কে ১% সংরক্ষণ দেওয়ার জন্য নির্দেশ দিল — কলকাতা হাইকোর্ট

9. International Academy of Television Arts and Science এর মেম্বার হিসেবে নির্বাচিত হলেন — অনুরাগ বাত্রা

10. দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ২৪ ঘন্টা খুলে রাখার অনুমতি দিল — মধ্যপ্রদেশ সরকার

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles