প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 22 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. নবগঠিত উড়িষ্যা বিধানসভার নতুন স্পিকার হলেন — Surama Padhy
2. ১৮ তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হলেন — ভাতৃহরি মাহতাব
3. T20 বিশ্বকাপ 2024 -এ প্রথম হ্যাট্রিককারী বোলার হলেন — অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স
4. এনার্জি ট্রানজিশন সূচকে ভারতের সাম্প্রতিক স্থান হল — ৬৩ তম, শীর্ষ স্থানে আছে সুইডেন
5. সেমিকন্ডাকটর সেক্টরকে শক্তিশালী করে তুলতে চুক্তি সাক্ষর করল — গুজরাট সরকার এবং মাইক্রোন প্রযুক্তি