প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 23 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় ২২শে এপ্রিল এ বছরের থিম হল — Planet vs Plastics
2. নিউ দিল্লি তে ২৫৫০ তম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করলেন — নরেন্দ্র মোদি
3. Intelligence Bereau এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন — স্বপ্না তিয়ারি
4. জাপানের ইঞ্জিনিয়ারিং একাডেমির ইন্টারন্যাশনাল ফেলো হিসাবে নির্বাচিত হলেন — কৌশিক রাজাশেকরা
5. FIDE Candidates 2024 টুর্নামেন্ট জেতা কনিষ্ঠতম দাবা খেলোয়াড় হলেন ভারতের — ডি. গুকেশ
6. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হলো — Permanent Education Number
7. ইরানের মিসাইলগুলোকে দিকভ্রষ্ট করতে ইসরাইল ব্যবহার করল — GPS Spoofing Technology
8. ভারতীয় নৌবাহিনী সম্প্রতি মেগা অনুশীলনের আয়োজন করলো — Poorvi Lehar
9. ক্রিকেটার এম এস ধোনি কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করল — Citroen India
10. ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ নবরত্ন স্ট্যাটাস প্রদান করল — ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড কে