প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 23 মে 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. এন্টিবডি ড্রাগ কনযুগেট উৎপাদনের জন্য সিঙ্গাপুরে — 1.5 বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে AstraZeneca
2. ডিলার ফাইনান্সিং বিকল্প বাড়াতে সম্প্রতি জোটবদ্ধ হল — বাজাজ ফাইন্যান্স এবং টাটা মোটরস
3. IndiaAI প্রজেক্ট এর জন্য কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ — 10,300 কোটি টাকা বরাদ্দ করার মান্যতা দিল
4. সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ট্রাভেল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স 2024 -এ ভারত — 39 তম স্থান অধিকার করল
5. Emilia Romagna গ্র্যান্ড প্রিকস 2024 খেতাব জিতলেন — ম্যাক্স ভার্সট্যাপ্পন
6. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবে — সিকিম
7. Wipro কোম্পানির চিপ অপারেটিং অফিসার হিসেবে নিযুক্ত হলেন — সঞ্জীব জৈন
8. লাদাখে ভারতীয় সেনা প্রতিস্থাপন করল — বিশ্বের উচ্চতম Tank Repair Facilities
9. ত্রিপুরার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে — নরসিংগড়ে
10. Miss Pink Nepal 2024 শিরোপা জিতলেন — রূপান্তরকামী মহিলা আনমোল রাই