কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 25 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 25 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. CSIR -এর সদর দপ্তর নতুন দিল্লিতে উন্মোচন করা হল — ভারতের বৃহত্তম Climate Clock

2. আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন — Naima Khatoon

3. ভারতে গ্রীন অ্যামোনিয়া প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হল — JERA এবং ReNew Energy Global

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

4. সম্প্রতি নেপালে প্রথমবারের জন্য হোস্ট করা হল — International Rainbow Tourism Conference

5. ATP Barcelona Open 500 Singles Title জিতলেন নরওয়ের টেনিস তারকা — ক্যাসপার রুড

6. সম্প্রতি IPL ক্রিকেটে ২০০ টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন — যুজবেন্দ্র চাহাল

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles