প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 26 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. মিডিয়ার আধুনিকীকরণের জন্য — চারটি নতুন ট্রান্সফর্মেটিভ পোর্টালের সূচনা করল ভারত সরকার
2. গুজরাটে ফিনটেক অ্যাডভান্সমেন্টের জন্য — ২৩ মিলিয়ন ডলার ফান্ড প্রদান করল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
3. উত্তরপ্রদেশের গুন্ডা জেলায় গড়ে উঠতে চলেছে — রাজ্যের প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র
4. আমাজনের বৃষ্টি অরণ্যে ২৬ ফুট দীর্ঘ এবং প্রায় ২০০ কেজি ওজনের — সর্বকালের বৃহৎ এনাকোন্ডার সন্ধান পাওয়া গেল
5. ব্যাঙ্গালুরেতে 6G রিসার্চ এবং ডেভলপমেন্টের জন্য চুক্তি স্বাক্ষর করল — Nokia এবং IISC
6. সম্প্রতি ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন — প্রাক্তন লোকসভা স্পিকার মনোহর যোশী
7. ২৬ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনাতে অনুষ্ঠিত হচ্ছে — মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
8. উত্তরপ্রদেশে ৫০ মেগা ওয়াটের — সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করল SJVN লিমিটেড