প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 27 মে 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. গাণিতিক বিজ্ঞান বিভাগে Shaw Prize 2024 জিতলেন — Peter Sarnak
2. ভারতে WebEx Calling লঞ্চ করার জন্য জোটবদ্ধ হল — টাটা কমিউনিকেশন এবং Cisco
3. সম্প্রতি কেরলের নতুন এক বিরল প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে যার নাম — Emblica Chakrabartyi
4. এবারের ভারতীয় কমনওয়েলথ দিবসের থিম ছিল — One Resilient Common Future: Transforming our Common Wealth
5. আন্তর্জাতিক সোলার এলায়েন্সের 99 তম সদস্য হল — স্পেন
6. কর্পোরেট এজেন্ট হিসেবে ইন্সুরেন্স পণ্য বিক্রি করার আইনি অনুমতি পেল — মহিন্দ্রা ফাইন্যান্স
7. ভারতের প্রবীণতম মহিলা হিসেবে সম্প্রতি মাউন্ট এভারেস্ট জয় করলেন — জ্যোতি রাত্রে
8. ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন — রুশাব গান্ধী