প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 28 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. ভারতীয় নৌ বাহিনীর হাতে DRDO তুলে দিল — মিডিয়াম রেঞ্জ Microwave Obscurant Chaff Rocket
2. ULLAS কার্যক্রমের অধীনে সম্পূর্ণ ফাংশনাল সাক্ষরতা অর্জন করল — ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ
3. শততম সদস্য হিসেবে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে যোগদান করল — প্যারাগুয়ে
4. সম্প্রতি Pen Pinter Prize 2024 সম্মানে সম্মানিত হলেন — প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়
5. সাস্টেনেবল গভারন্যান্স চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতল — গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স
6. সম্প্রতি মিনি রত্ন স্ট্যাটাস সম্মান পেল — সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড
7. ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স এসোসিয়েশন এর নতুন ভাইস প্রেসিডেন্ট হলেন — আকাশ মোহিত কাম্বজ
8. অযোধ্যাতে ৬৫০ কোটি অর্থের বিনিময়ে টাটা সন্সের মিউজিয়াম অফ টেম্পেলস গড়ে তোলার অনুমোদন দিল — উত্তরপ্রদেশ সরকার