প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 29 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. রত্ন এবং গয়না সেক্টরকে Authorised Economic Operator স্ট্যাটাস প্রদান করল — ভারত সরকার
2. করমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন — Arun Alagappan
3. RBI -এর ডেপুটি গভর্নর পদে পুনরায় নিযুক্ত হলেন — রবি শঙ্কর
4. Srei Infrastructure Finance লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন — হর দয়াল প্রসাদ
5. আসন্ন ICC T20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন — ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং
6. লাইমস্টোন সরবরাহের জন্য রাষ্ট্রীয় ইস্পাত নিগমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল — NTPC
7. প্রাকৃতিক দুর্ঘটনার ফলে সৃষ্ট যাযাবর এবং রিফিউজি মানুষদের সাহায্যার্থে UNHCR সম্প্রতি লঞ্চ করল — Climate Resilience Fund