কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 29 জুন 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 29 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2024 জিতলেন ২৬ বছর বয়সী — মুম্বাইয়ের লেখক সঞ্জনা ঠাকুর

2. U17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারত জিতল — ৪ টি সোনা, ২ টি সিলভার এবং ৫ টি ব্রোঞ্চ

3. দ্বিতীয় মিলিটারি স্টেশন হিসেবে প্লাস্টিক বর্জ্য নির্মিত রাস্তা তৈরি করল — জয়পুর মিলিটারি স্টেশন

4. Gassy Cattle -এর উপর বিশ্বের প্রথম দেশ হিসেবে কার্বন ট্যাক্স চালু করতে চলেছে — ডেনমার্ক

5. কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরলম রাখার জন্য রেজোলিউশন পাস করল — কেরল বিধানসভা

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

6. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) -এর পরবর্তী সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন — Mark Rutte

7. দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান সম্প্রতি শুরু করল — তাদের প্রথম ত্রিপাক্ষিক মাল্টি ডোমেইন অনুশীলন

8. ১২ তম বিশ্ব হিন্দি সম্মান পেলেন — ড. ঊষা ঠাকুর

9. ভারতের পরবর্তী বিদেশ সচিব হচ্ছেন — সহকারী জাতীয় সুরক্ষা অধিকর্তা বিক্রম মিশ্রী

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles