প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 29 মার্চ 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. মহাকাশ বিজ্ঞানে যুবদের অনুপ্রাণিত করার জন্য — START 2024 প্রোগ্রাম শুরু করল ISRO
2. ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির নতুন ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হলেন — Sadanant Vasant Date
3. ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন — রাজীব কুমার
4. আয়ারল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হতে চলেছেন — Simon Harris
5. ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (NDRF) নতুন দায়িত্বপ্রাপ্ত কমান্ডার হলেন — পীযূষ আনন্দ
6. Eveready ব্যাটারি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন — নিরজ চোপড়া
7. World’s Strongest Insurance Brand -এর তকমা পেল — Life Insurance Company of India
8. WTT Feeder Beirut II 2024 মহিলা বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন — ভারতীয় খেলোয়াড় সৃজা আকুলা
9. ইরাকে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন — সৌমেন্দু বাগচী
10. “From A Car Shed To The Corner Room & Beyond” — শিরোনামে বই লিখলেন এস. রমন
11. সেনেগালের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন — Bassirou Diomaye Faye