কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 3 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 3 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. রিপাবলিক অফ কঙ্গো দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন — Judith Suminwa Tulika

2. ATP ‘র ইতিহাসে সবচেয়ে প্রবীণ খেলোয়াড় হিসেবে প্রথম স্থান অধিকার করলেন — নোভাক জোকোভিচ

3. FICCI Ladies Organisation (FLO) ‘র নতুন প্রেসিডেন্ট হলেন — জয়শ্রী দাস ভার্মা

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

4. Union Asset Management Company ‘র CEO পদে নিযুক্ত হলেন — মধুনায়ার

5. ২০২৩-২৪ অর্থ বর্ষের শেষে এশিয়ার মধ্যে বিদেশি ফান্ডের সবচেয়ে বড় আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে — ভারত

6. সম্প্রতি আরব আমির আমিরাতে — PhonePe ‘র মাধ্যমে UPI পেমেন্ট শুরু করা হল

7. সম্প্রতি সারাদেশ জুড়ে — One Vehicle, One FASTag পরিষেবা চালু হল

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles