প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 3 জুলাই 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. সম্প্রতি ৮৫ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন মিডফিল্ডার — Bhupindar Sing Rawat
2. দশম Leon Masters Chess চ্যাম্পিয়নশিপ জিতলেন প্রাক্তন দাবা চ্যাম্পিয়ন — বিশ্বনাথন আনন্দ
3. আর্মি স্টাফের ৩০ তম প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন — লিউট্যানেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদি
4. মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি হলেন — IAS সুজাতা সৌনক
5. Bank of Baroda ‘র Brand Endorser হিসেবে নিযুক্ত হলেন — টেনিস তারকা সুমিত নাগাল
6. জাতীয় প্রাণীকুলের তালিকা তৈরি করা বিশ্বের প্রথম দেশ হল — ভারত
7. Global India AI Summit 2024 আয়োজিত হল — নিউ দিল্লিতে
8. Microsoft Training Services Partner of the Year Award for 2024 জিতল — CloudThat