প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 3 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. সম্প্রতি Tobacco Control -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন — ব্যাডমিন্টন তারকা পি. ভি. সিন্ধু
2. TIME ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ১০০ টি সব থেকে প্রভাবশালী কোম্পানির তালিকায় স্থান পেয়েছে — ভারতের রিলায়েন্স এবং টাটা গ্রুপ
3. NSE Indices লঞ্চ করল ভারতের প্রথম EV ইনডেক্স, যার নাম হল — Nifty EV and New Age Automotive Index
4. Tata AIA সংস্থার সঙ্গে ব্যাঙ্ক ইন্সুরেন্স পার্টনারশিপ করল — ফেডারেল ব্যাঙ্ক
5. খাদ্য এবং কৃষিভিত্তিক শিল্পকে আর্থিক সাহায্য প্রদান করতে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র চালু করল — Maha Krishi Samrudhi Yojana
6. ‘Rudram-II’ নামক অ্যান্টি রেডিয়েশন মিসাইলের সফল পরীক্ষণ করল — ভারত
7. Staff Selection Commission -এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন — রাকেশ রঞ্জন
8. তাপপ্রবাহকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার পরামর্শ দিল — রাজস্থান হাইকোর্ট
9. সন্ত্রাসবাদি তালিকা থেকে জঙ্গিগোষ্ঠী তালিবানের নাম বাদ দেবে — রাশিয়া
10. Supply Chain Conference 2024 -এর চিফ গেস্ট হলেন — সৌরভ গাঙ্গুলী