প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 30 জানুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. ভারতে 5G Innovation Lab তৈরীর জন্য Reliance Jio কোম্পানির সাথে হাত মেলাচ্ছে — OnePlus
2. VARNI নামক মোবাইল অ্যাক্সেসরি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন — ক্রিকেটার রবীন্দ্র জাদেজা
3. আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস হল — ভারত
4. 2024 Australian Open-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ইতালির — Jannik Sinner
5. UK’s Blavatnik Award পাচ্ছেন ৩ জন ভারতীয় বিজ্ঞানী — রাহুল আর. নায়ার, মেহুল মালিক এবং ড. তন্ময় ভরত
6. উত্তর প্রদেশে ১০০টি নতুন বায়োগ্যাস প্লান্ট প্রতিষ্ঠা করার ঘোষণা করলেন — হরদীপ সিং পুরী
7. 2024 Australian Open-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন বেলারুশের টেনিস তারকা — Aryna Sabalenka
8. FIH Hockey5s Women’s World Cup জিতলো — নেদারল্যান্ডস
9. INSAT-3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করছে — ISRO
10. 69th Filmfare Awards-এ সেরা অভিনেতা ও অভিনেত্রীর তকমা পেলেন — রণবীর কাপুর ও আলিয়া ভাট