কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 31 জানুয়ারি 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

রাজ্যের বিভিন্ন স্তরের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication -এর তরফ থেকে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হচ্ছে। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন আজকের প্রতিবেদনে।

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 31 জানুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. ভারতে শহীদ দিবস পালন করা হয় — ৩০শে জানুয়ারি

2. নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন — নীতিশ কুমার

3. 2027 World Test Championship (WTC) ফাইনাল ম্যাচ হোস্ট করবে — ইংল্যান্ড

4. সম্প্রতি “বায়ু সেনা মেডেল” দ্বারা সম্মানিত হলেন — নিকিতা মালহোত্রা

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. শব্দের গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করলো — NASA

6. উত্তর-পূর্ব ভারতের প্রথম Naturopathy Hospital তৈরি করা হচ্ছে — আসামের ডিব্রুগড়ে

7. Mahda, Kayhan-2 এবং Hatef-1 নামে ৩টি স্যাটেলাইট লঞ্চ করলো — ইরান

৪. ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসাবে নিযুক্ত হলেন — প্রীতি রজক

9. 7th Pariksha Pe Charcha 2024 অনুষ্ঠিত হলো — নিউ দিল্লিতে

10. সম্প্রতি ৯৯ বছর বয়সে মারা গেলেন ভারতের প্রথম ওরাল গর্ভনিরোধক পিল “সহেলি”-র আবিষ্কারক — ড. নিত্য আনন্দ

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles