কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 4 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 4 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. অ্যাসোসিয়েট চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া -এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন — সঞ্জয় নায়ার

2. ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর 33 তম ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন — JS Sidana

3. 2023-24 এ ভারতের শ্রেষ্ঠ কার্ব হ্যান্ডেলিং পোর্ট এর তকমা পেল — পারাদ্বীপ পোর্ট

4. ত্রিপুরায় Matabari Pera Prasad, Rignai Pachara টেক্সটাইলস এবং Risa — সম্প্রতি GI ট্যাগ পেল

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. 2024 মার্চ মাসে মোট GST সংগ্রহের পরিমাণ — 1.78 লক্ষ কোটি টাকা

6. Miami Open 2024 -এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন — ইতালির Jannik Sinner

7. Miami Open 2024 -এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন — আমেরিকার টেনিস তারকা Danielle Collins

8. একমাত্র ভারতীয় ওয়েটলিফটার হিসেবে প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন — মীরাবাই চানু

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles