কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 4 ফেব্রুয়ারি 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

রাজ্যের বিভিন্ন স্তরের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication -এর তরফ থেকে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হচ্ছে। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন আজকের প্রতিবেদনে।

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 4 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. ১২ হাজার গ্রাম পঞ্চায়েতকে খেলাধুলা সরঞ্জাম প্রদান করতে — ‘Kalaignar Sports Kit’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো তামিলনাড়ু

2. ২০২৪ সালটিকে — ‘Year Of Naval Civilians’ হিসাবে ঘোষণা করল ইন্ডিয়ান নেভি

3. ‘Tamilaga Vettri Kazhagam’ — নামে রাজনৈতিক দল তৈরি করলেন তামিল অভিনেতা বিজয় থালাপাতি

4. নরেন্দ্র মোদী নিউ দিল্লিতে উদ্বোধন করলেন — Bharat Mobility Global Expo 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. ২০২৪-২৫ অন্তর্বর্তী বাজেটে সর্বোচ্চ বৈদেশিক সাহায্য বরাদ্দ করলো — ভুটান

6. মানবিক কাজকর্মের জন্য ‘Champions of Change’ অ্যাওয়ার্ড জিতলেন — সোনু সুদ

7. উত্তর প্রদেশের নতুন DGP পদে নিযুক্ত হলেন — প্রশান্ত কুমার

৪. ভারতের প্রথম Beachside Startup Festival অনুষ্ঠিত হবে — ম্যাঙ্গালোরে

9. দেশের প্রথম Research IIT Satellite Campus তৈরি করা হবে — উজ্জয়িনীতে

10. কেন্দ্রের ২০২৪ অন্তর্বর্তী বাজেটে সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে — প্রতিরক্ষা মন্ত্রকের জন্য

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles