কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 4 জুন 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 4 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. সম্প্রতি সুপ্রিম কোর্ট গঠন করল — Gender Sensitisation and Internal Complaints কমিটি

2. আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন — Halla Tomasdottir

3. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন — ভারতীয় খেলোয়াড় দীনেশ কার্তিক এবং কেদার যাদব

4. FSSAI এবং APEDA যৌথভাবে নির্মাণ করল — Unified India Organic ‘র লোগো

5. পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে চুক্তি স্বাক্ষর করল — ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন এবং ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

6. ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার উদ্দেশ্যে জিও ফিনান্সিয়াল সার্ভিস সম্প্রীতি বিটা মোডে লঞ্চ করল — JioFinance এপ্লিকেশন

7. ফিলিপিনসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন — হর্স কুমার জৈন

8. বিশ্বের প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন লঞ্চ করল — Agnikul কোম্পানি

9. বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশের তালিকায় — প্রথম স্থানে রয়েছে চীন এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারত

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles