প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 5 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. ৪ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসের এবছরের থিম হল — “Together, we challenge those in power”
2. অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে T20 Nagesh Trophy জিতলো — কর্ণাটক
3. ২০২৪ প্যারিস অলিম্পিকের “মশাল বহনকারী” হিসাবে নির্বাচিত হলেন ভারতীয় শ্যুটার — অভিনব বিন্দ্রা
4. boAt কোম্পানির নতুন ইনভেস্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন — রণবীর সিং
5. ভারতীয় পর্যটকদের জন্য UPI লঞ্চ করা হল — ফ্রান্সের আইফেল টাওয়ারে
6. জয়সলমিরে Vayu Shakti 2024 নামে অনুশীলন অনুষ্ঠিত করবে — ইন্ডিয়ান এয়ার ফোর্স
7. মহারাষ্ট্র সরকারের থেকে Maha Gaurav 2024 অ্যাওয়ার্ড পেলেন — নিখিল ওয়াঘ
৪. হরিয়ানার ফরিদাবাদে 37th Surajkund International Crafts Mela 2024-র উদ্বোধন করলেন — দ্রৌপদী মুর্মু
9. উত্তর ভারতের বারাণসীতে তৈরি করা হচ্ছে প্রথম — Human DNA Bank
10. স্মার্ট পুলিশিং এর জন্য সেল্ফ-ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছে — উত্তরাখণ্ড পুলিশ