প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 5 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. ভারতের অন্যতম কমার্শিয়াল ম্যানুফ্যাকচারার Ashok Leyland সম্প্রতি লঞ্চ করল — Sarathi Suraksha Policy
2. মাইনোরিটি কমিউনিটি থেকে পাকিস্তান আর্মির প্রথম মহিলা ব্রিগেডিয়ার হলেন — Helen Mary Roberts
3. আসামের কামরূপ জেলায় আপন হতে চলেছে নতুন — ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM)
4. বিনিয়োগকারীদের জন্য SEBI লাঞ্চ করল নতুন — Saathi 2.0 নামক পার্সোনাল ফাইন্যান্স অ্যাপ
5. Greenday কোম্পানির Better Nutrition ব্র্যান্ড -এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন — অলিম্পিক মেডেলিস্ট পিভি সিন্ধু
6. মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন — Claudia Sheinbaum
7. কোস্টাল কমিউনিটি এম্পাওয়ারমেন্ট -এর জন্য INCOIS -এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করল — রিলায়েন্স ফাউন্ডেশন
8. নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্মফেস্টিভ্যাল উৎসবে শ্রেষ্ঠ নায়িকার শিরোপা পেলেন — সানায়া মলহোত্রা
9. গ্র্যান্ডমাষ্টার অর্জুন এরিগাইসি বিশ্ব FIDE তালিকায় — পঞ্চম স্থান অধিকার করলেন