কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 6 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 6 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. বিশ্ব ব্যাঙ্কের ইকোনোমিক অ্যাডভাইজারি প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত করা হল — রাকেশ মোহন কে

2. এই বছরের National Maritime দিবসের থিম ছিল — Navigating the future, safety fast

3. ১৯ তম SCO সিকিউরিটি কাউন্সিল মিটিং -এ ভারতীয় দলের নেতৃত্ব দিলেন — অজিত দোভাল

4. আইআইটি বোম্বেতে লঞ্চ করা হল — ভারতের প্রথম জিন থেরাপি ফর ক্যান্সার

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. Swiggy -এর নতুন ইন্ডিপেন্ডেন্ট Director হিসেবে নিযুক্ত হলেন — সুপর্ণা মিত্র

6. দাবা খেলোয়াড় হিসাবে বিশ্বে ৯ম স্থান অধিকার করলেন — অর্জুন এরিগাইসি

7. ভারতের প্রথম ১০ হাজার মেগাওয়াট পুনর্নবীকরণ বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা হল — আদানি গ্রীন এনার্জি

8. প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারিস অলিম্পিকের জুরি মেম্বার হলেন — বিলকিস মীর

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles