প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 6 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন — রিতু বাহরী
2. ‘Outstanding Business Woman of the Year-2023’ অ্যাওয়ার্ড জিতলেন — বীণা মোদী
3. উত্তরাখন্ডের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন — রাধা রাতুরি
4. লক্ষ্ণৌতে আয়োজিত হচ্ছে — 67th All India Police Duty Meet
5. সম্প্রতি ভারত রত্ন পুরস্কার পাচ্ছেন রাজনীতিবিদ — লাল কৃষ্ণ আডবাণী
6. National Bal Bhaban -এ ULLAS মেলা উদ্বোধন করলেন — কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
7. ভারতীয় সেনা বাহিনীর আগামী ভাইস চিফ হচ্ছেন — উপেন্দ্র দ্বিবেদী
৪. ৯-১৪ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলেন ভারতের — অর্থমন্ত্রী নির্মলা সিতারামন
9. প্রতিরক্ষা বিভাগে সহায়তা করতে ওমানের সাথে চুক্তি স্বাক্ষর করলো — ভারত
10. ২০২৩ সালে বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহরের তকমা পেল — লন্ডন