প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 7 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. ৮১তম ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন -এর বার্ষিক জেনারেল বৈঠক ২০২৫ সালে আয়োজিত হতে চলেছে — ভারতে
2. UPI পেমেন্টের জন্য চুক্তি স্বাক্ষর করল — রিজার্ভ ব্যাঙ্ক অফ পেরু এবং NPCI ইন্টারন্যাশনাল
3. Clearing Corporations সংস্থাকে রিভিউ করার জন্য SEBI নতুন একটি কমিটি গঠন করল, যার সভাপতি হলেন — Usha Thorat
4. সাম্প্রতিক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ক্যাম্পেন লঞ্চ করলেন যার নাম হল — Ek Ped Maa Ke Naam
5. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন — ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট রাকেশ মোহন জোশি
6. প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশে ১ হাজার কিউমুলেটিভ দিন কাটিয়ে নদীর গড়লেন — রাশিয়ার মহাকাশচারী Oleg Kononenko
7. সাম্প্রতিক ২০২৪ লোকসভা নির্বাচনে মোট — ৬৪২ মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছেন
8. কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হলেন — Sheikh Sabah Khalid AI Sabah