প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 8 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. 2026 FIFA World Cup Final আয়োজিত হবে — নিউ ইয়র্ক শহরে
2. রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হলেন — রাজেন্দ্র প্রসাদ গুপ্ত
3. গগনযান মিশনের পূর্বে ISRO — “ব্যোমমিত্র” নামে রোবট মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে
4. ২০২৪-২৫ অর্থবর্ষে জম্মু-কাশ্মীরের জন্য — ১.১৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার
5. গুজরাটে শুরু হল — Bharat Rang Mahotsav নামে ভারতের বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল
6. পাঞ্জাবের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন — বনবারীলাল পুরোহিত
7. বিবাহিত মহিলাদের ১০০০ টাকা করে আর্থিক সহায়তা করার জন্য — Mahtari Vandan Yojana চালু করল ছত্তিশগড় সরকার
৪. ভারতের জন্য Asian Development Bank (ADB)-এর কান্ট্রি ডিরেক্টর পদে নিযুক্ত হলেন — Mio Oka
৭. ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ২৫ হাজার জানঔষধি কেন্দ্র খুলবে — ভারত সরকার
10. সম্প্রতি ৮৩ বছর বয়সে মারা গেলেন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সাংবাদিক — ফারুক নাজকি
11. উত্তরাখণ্ডের বিধানসভায় পাশ হল — ইউনিফর্ম সিভিল কোড (UCC) বিল