প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 9 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. মৎস্যজীবীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করল — ‘সমুদ্র সাথী’ প্রকল্প
2. 2024-25 অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গ সরকার — ৩.৬৬ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করল
3. অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ভারতের সাথে — মুক্ত বাণিজ্য চুক্তি করলো শ্রীলঙ্কা
4. বৈদ্যুতিক যানবাহনকে প্রোমোট করতে উত্তর প্রদেশ লঞ্চ করলো — ‘EV Upyog’ পোর্টাল
5. ত্রিপুরার আগরতলায় উদ্বোধন করা হল — Divya Kala Mela 2024
6. গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন — বিজয় বিষ্ণই
7. নিউ দিল্লিতে প্রথম BIMSTEC Aquatics Championships শুরু করলেন — কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর
৪. সবার জন্য শিক্ষাকে প্রসার ঘটাতে UNESCO-র গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন — ব্রাজিলিয়ান ফুটবলার Vinícius Junior
9. National High-Speed Rail Corporation (NHSRCL)-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন — বিবেক কুমার গুপ্ত
10. ভারতীয় নাগরিকদের জন্য — ভিসা-মুক্ত ভ্রমণ নীতি ঘোষণা করল ইরান সরকার
11. SAFF U-19 মহিলা চ্যাম্পিয়নশিপে যুগ্ম ভাবে বিজয়ী হল — ভারত এবং বাংলাদেশ
12. গোয়ায় নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন — ONGC Sea Survival Centre
13. জাতীয় অপেরা দিবস পালন করা হয় — ৮ই ফেব্রুয়ারি