রাজ্যে আবারও আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। কোথায় নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন। West Bengal Asha Karmi Recruitment 2022.
পদের নাম- আশা কর্মী।
শূন্যপদ- মোট ২৩ টি।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশীলি জাতি, তপশীলি উপজাতি শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২২ থেকে ৪০ বছরের মধ্যে হলেও আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। যেসব প্রার্থীরা মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তারাও এই আশা কর্মী পদে আবেদন করতে পারবেন।এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার নম্বর গণ্য করা হবে।
[quads id=10]
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা দিতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলার অফিশিয়াল ওয়েবসাইট অথবা www.wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে বিস্তারিত বিবরণ প্রার্থীরা জানতে পারবেন।
নিয়োগের স্থান- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারাম মহকুমার অন্তর্গত ৪টি ব্লকে (গঙ্গারামপুর ব্লক, হরিরামপুর ব্লক, বংশীহারী ব্লক, কুশমান্ডি ব্লক) এই কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনগত ভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ- ৪ মার্চ, ২০২২ বিকেল ৫ টা পর্যন্ত।
আরও পড়ুনঃ
রাজ্যে রেশম বন্ধু পদে কর্মী নিয়োগ
পোস্ট অফিসে ড্রাইভার পদে চাকরির সুযোগ
৯৫০ শূন্যপদে রিজার্ভ ব্যাংকে কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি জমা দিতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র। ২) মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট। ৩) এলাকার বাসিন্দা হিসাবে ভোটার আইডেন্টি কার্ড অথবা রেশন কার্ড। ৪) কাস্ট সার্টিফিকেট। ৫) সেল্ফ অ্যাটেস্টেড করার দু’কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো।
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here







