আপনি কি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। রাজ্যের সরকারি কলেজে ক্লার্ক ও গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এই পদগুলিতে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়েরা আবেদনযোগ্য। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, বয়স সীমা, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন।
পদের নাম- লাইব্রেরি ক্লার্ক (গ্রুপ- সি)।
মোট শূন্যপদ- ১ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতাঃ
১) লাইব্রেরি ক্লার্ক পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ।
২) আবেদনকারীকে কম্পিউটারে MS Word -এর কাজ জানতে হবে। পাশাপাশি সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটারের কোর্স করে থাকতে হবে।
বেতনক্রম- এই পদের ক্ষেত্রে মূল বেতন ৫,৪০০/- থেকে ২৫,২০০/- টাকা, সঙ্গে গ্রেড পে ২,৬০০/- টাকা।
পদের নাম- লেডি এটেনডেন্ট (গ্রুপ- ডি)।
মোট শূন্যপদ- ১ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতাঃ
১) অন্তত অষ্টম শ্রেণী পাশ। যদি আবেদনকারী মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে অগ্রাধিকার পাবেন।
২) আবেদনকারীকে কম্পিউটারে MS Word -এর কাজ জানতে হবে। পাশাপাশি সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটারের কোর্স করে থাকতে হবে।
বেতনক্রম- লেডি এটেনডেন্ট পদের ক্ষেত্রে মূল বেতন ৪,৯০০/- থেকে ১৬,২০০/- টাকা, সঙ্গে গ্রেড পে ১,৭০০/- টাকা।
বয়স সীমা- লাইব্রেরি ক্লার্ক (গ্রুপ- সি) ও লেডি এটেনডেন্ট (গ্রুপ- ডি) উভয় পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (যেমন- তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি- লাইব্রেরী ক্লার্ক পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লেডি এটেনডেন্ট পদের ক্ষেত্রে সরাসরি walk-in-interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
১) লেডি এটেনডেন্ট (গ্রুপ- ডি) পদের ক্ষেত্রে প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নির্দিষ্ট ফরমেটের আবেদন পত্রটি পূরণ করে, সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। অর্থাৎ এই পদের ক্ষেত্রে walk-in-interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ- লেডি এটেনডেন্ট (গ্রুপ- ডি) পাদের ইন্টারভিউ হবে ৬ মার্চ, ২০২২ তারিখ। ওই দিন সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে না পারলে আবেদনকারীদের বাতিল বলে গণ্য করা হবে।
ইন্টারভিউয়ের স্থান- Nathaniyal Murmu Memorial College, P.O. & P.S.- Tapan, Dist.- Dakkhin Dinajpur, PIN- 733127, West Bengal.
২) লাইব্রেরি ক্লার্ক (গ্রুপ- সি) পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে সরাসরি কলেজে গিয়ে জমা দিতে হবে।
আরও পড়ুনঃ
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ
মাধ্যমিক পাশে প্রচুর আশা কর্মী নিয়োগ চলছে
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রুপ ডি পদে চাকরির সুযোগ
আবেদন ফি- লাইব্রেরি ক্লার্ক পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০/- টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দিতে পারবেন কাউন্টারে। এবং লেডি এটেনডেন্ট পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০/- টাকা জমা দিতে হবে। লেডি এটেনডেন্ট পদের ইন্টারভিউয়ের দিন এই আবেদন ফি জমা দেওয়া যাবে।
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here