পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খবর প্রকাশ করল দক্ষিণ দিনাজপুর জেলার অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন অফিস। এখানে দক্ষিণ দিনাজপুর জেলার আমিনপুর এবং বাদলপুর এলাকায় অবস্থিত BJRCY বয়েজ হোস্টেলে একাধিক শূন্য পদ পূরণ করার জন্য যোগ্য চাকরিপ্রার্থীদের সুপারিনটেনডেন্ট সহ অন্যান্য পদে নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, চাকরি প্রার্থীরা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থেকেই এখানে বিশেষ পদে আবেদন জানাতে পারবেন।
দক্ষিণ দিনাজপুর জেলার আমিনপুর এবং বাদলপুর ব্লকের BJRCY বয়েজ হোস্টেল গুলিতে যে সমস্ত পদে কর্মী নিয়োগ হতে চলেছে, তার সম্পূর্ণ বিবরণ নিচে আলোচনা করা হলো-
১) সুপারিনটেনডেন্ট।
শূন্যপদের সংখ্যা- ১ টি
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন- উল্লেখিত পদে নিযুক্ত চাকরি প্রার্থীরা নিয়োগের পর থেকে প্রতিমাসে ১৫ হাজার টাকা বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি- সাধারণ ইংরাজি, বাংলা, অংক এবং সাধারণ জ্ঞানের উপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করবে নিয়োগ কারী সংস্থা।
২) কেয়ার টেকার।
শূন্যপদের সংখ্যা- ২ টি
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন- যে সকল প্রার্থীরা এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হবেন, তাদের জন্য প্রতি মাসে ৯০০০ টাকা বেতনের বন্দোবস্ত করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি- সুপারিনটেনডেন্ট পদের মতো এই পদেও নিয়োগের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউ এর ভিত্তিতে বাছাই করা হবে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ ব্যাংকে ক্লার্ক নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?
৩) রাঁধুনি।
শূন্যপদের সংখ্যা- ১ টি
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস করেছেন, এমন চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন- উল্লেখিত পদে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ৭০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি- এখানে শুধুমাত্র ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমেই যোগ্য ব্যক্তিকে কর্মী হিসাবে নিয়োগ করা হবে।
উপরে উল্লেখিত পদ অনুসারে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে সকল সংরক্ষিত চাকরিপ্রার্থী বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ পরিমাণ ছাড় পাবেন। প্রসঙ্গত, উপরে উল্লেখিত সমস্ত পদগুলিতে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুষ চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুনঃ মাধ্যমিক গণিত পরীক্ষার এই অংক টাচ করলেই মিলবে পুরো নম্বর! তাড়াতাড়ি দেখে নিন
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থী আবেদনের পূর্বে অবশ্যই ভালোভাবে সংস্থার পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন। এরপর আবেদনের যোগ্যতা থাকলে ইচ্ছুক চাকরি প্রার্থীদের https://recruitmentdd.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ২৭/০২/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করে দিতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.