চাকরির খবর

DVC -তে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২ জুলাই পর্যন্ত

Advertisement

ডিভিসি ভারতের প্রসিদ্ধ একটি বিদ্যুৎ উৎপাদন সংস্থা। প্রায়শই এই সংস্থার তরফে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে থাকে। সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No.– FTE/Contractual/2023/10

পদের নাম– Assistant Engineer (IT)
মোট শূন্যপদ– ৬ টি। (OBC – ৪ টি, EWS – ২ টি।)
শিক্ষাগত যোগ্যতা– AICTE স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে Engineering or Technology/ AMIE in Information Technology/ Computer Science ইত্যাদি বিষয়ে পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

চাকরির খবরঃ IRCTC দপ্তরে কম্পিউটার অপারেটর নিয়োগ

পদের নাম– Assistant Director (HR)
মোট শূন্যপদ– ২ টি। (OBC – ১ টি, EWS – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে HR/ Personnel Management & Industrial Relations/ Social Work (with specialization in Personnel Management & Industrial Relations)/ HRM and Labour Relations/ Labour and Social Welfare ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

পদের নাম– Assistant Manager (PR)
মোট শূন্যপদ– ২ টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে Diploma in Journalism/ Mass Communication/ Public Relations ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সেটা ৫ টি চাকরির খবর

মাসিক বেতন- কেন্দ্রীয় বেতন কমিশনের অন্তিম সুপারিশ অনুযায়ী উক্ত প্রতিটি পদের বেতন হবে ৫৬,১০০/- টাকা।
বয়সসীমা- প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমা হবে ৪৫ বছর।

আবেদন পদ্ধতি- সরাসরি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ওয়েবসাইটের Careers→ Recruitment→ Recruitment Notices অপশানে গিয়ে ওয়েবফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি থাকা আবশ্যক।

নিয়োগ পদ্ধতি- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। উল্লেখ্য, ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, উপলব্ধ জাতি শংসাপত্র ইত্যাদি নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের।

নিয়োগ স্থান- DVC HQ or any Field formation/establishment (i.e BTPS, CTPS, Durgapur, KTPS, MTPS, RTPS, Maithon, Panchet, Hazaribagh, etc)

নিয়োগ কাল- প্রাথমিক ভাবে ৩ বছরের জন্য এই নিয়োগ করা হবে। পরবর্তীতে অতিরিক্ত ২ বছরের জন্য এই নিয়োগ বহাল থাকতে পারে।

আবেদনের শেষ তারিখ- ২ জুলাই,২০২৩।

চাকরির খবরঃ ইন্ডিয়ান পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ

ডিভিসিতে ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles