রাজ্যে সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে দুটি আলাদা আলাদা সাব ডিভিশন অনুযায়ী পঞ্চায়েত এলাকায় আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ১০০ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে। বিবাহিতা /বিধবা /আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদনের যোগ্য।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছর ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে ২৬ আগস্ট ২০২২ তারিখ অনুযায়ী।
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে ক্লার্ক ও হেড ক্লার্ক নিয়োগ চলছে
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীর সেল্ফ অ্যাটেস্টেড করা পাসপোর্ট সাইজ ছবি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে নির্দিষ্ট ব্লক অফিসে জমা দিতে হবে। এবং মুখ বন্ধ খামের ওপরে লিখতে হবে Asha Code No.__ Name Of the Candidate.__Contact No.___ Postal Address of the Applicant With Pin____.
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To The Sub- Divisional Officer, Advertisement Notice No.________ dated_______Name of the Block Applied for:____________.District – Darjeeling.
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ– ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
চাকরির খবরঃ রাজ্যে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ
নিয়োগের স্থান- নিয়োগ করা হবে দার্জিলিং জেলায়।
শূন্যপদের বিন্যাস- কার্শিয়াং সাব ডিভিশন- ২৪ টি ও দার্জিলিং সদর সাব ডিভিশন- ৭৬ টি।
Official Notification-
Kursenog Sub-Divison: Download Now
Sadar Darjeeling Sub-Divison: Download Now
Daily Job Update: Click Here