চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

এই জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাধ্যমিক পাশে আবেদন করুন

গোটা পশ্চিমবঙ্গে জুড়ে মোট ১৩ হাজার শূন্যপদে আশা কর্মী নিয়োগের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই ঘোষণা অনুযায়ী পরপর রাজ্যের বিভিন্ন জেলা গুলি থেকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ExamBangla.com ওয়েবসাইটে সর্বপ্রথম প্রকাশ করা হচ্ছে।

আবারও রাজ্যের নতুন একটি জেলা থেকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন। কোন কোন ব্লকে এলাকায় নিয়োগ করা হবে, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইল আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- আশা কর্মী (Asha Worker)
মোট শূন্যপদ- ৮৭ টি।
বয়সক্রম- প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি (SC), তপশিলী উপজাতি (ST) শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২২ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন ১৫ ডিসেম্বর, ২০২১ তারিখের হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও এই পদে আবেদনযোগ্য।

[quads id=10]

আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনে -এর মাধ্যমে। আবেদনপত্রের ফরমেট নীচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে (২৩ সেমি × ১০ সেমি) ৫ টাকার পোস্টেজ স্ট্যাম্প লাগিয়ে নিজ নিজ বিডিও অফিসের ঠিকানায় সরাসরি গিয়ে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে পারবেন আগামী ৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে।

চাকরির খবরঃ কল্যাণী এইমস -এ ক্লার্ক পদে চাকরি

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
২) স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র (ভোটার কার্ড/ রেশন কার্ড)
৩) বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট/ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার এডমিট কার্ড)
৪) বিবাহিতা/ বিধবা প্রমাণপত্র। বিবাহিতাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখিত যেকোনো সরকারি পরিচয় প্রমাণপত্র (যেমন- বিবাহ নিবন্ধন শংসাপত্র/ আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড)। বিধবা দের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমাণপত্র। বিবাহ-বিচ্ছিন্না দের ক্ষেত্রে বিবাহ-বিচ্ছেদের শংসাপত্র।
৫) আবেদনকারীর স্বাক্ষর করা সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো।

উপরোক্ত ডকুমেন্টস গুলি সেল্ফ এটাস্টেড করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

[quads id=10]

নিয়োগের স্থানঃ নিয়োগ করা হবে দার্জিলিং জেলার কার্শিয়াং, মিরিক ও শিলিগুড়ি সাব ডিভিশনের বিভিন্ন ব্লক এলাকায়।
শর্তাবলী-
১) উক্ত পদে কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
২) আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে নিয়োগ

শূন্যপদের বিন্যাসঃ
কার্শিয়াং সাব ডিভিশনঃ মোট শূন্যপদ ১৯ টি।


মিরিক সাব ডিভিশনঃ মোট শূন্যপদ ২০ টি।


শিলিগুড়ি সাব ডিভিশনঃ মোট শূন্যপদ ৪৮ টি।

[quads id=10]

Application Form & Official Notice:
KURSEONG: Click Here
MIRIK: Click Here
SILIGURI: Click Here

Official Website: Click Here
Daily Job Update: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ