এর আগে এনসিইআরটি (NCERT) পাঠ্যবইয়ে ব্যাপক রদবদলের প্রসঙ্গে বিতর্ক সৃষ্টি হয়েছিল। ইতিহাস বই থেকে মুঘল অধ্যায়, রাষ্ট্রবিজ্ঞান বই থেকে মহাত্মা গান্ধী, আরএসএস, নাথুরাম গডসে সম্পর্কিত তথ্যে রদবদল আসে। রাষ্ট্রবিজ্ঞান বই থেকে মুছে যায় বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদ ও জম্মু কাশ্মীরের শর্তাধীন ভারতভুক্তির প্রসঙ্গ। আর এবার সব ছেড়ে সিবিএসই পাঠ্যক্রম থেকে সরাসরি বাদ পড়লেন চার্লস ডারউইন ও তাঁর বিবর্তনবাদ। যা নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে বিজ্ঞান মহলে।
সূত্রের খবর, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এর দশম শ্রেণীর পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব। দশম শ্রেণীর পাঠ্যবই থেকে সংশ্লিষ্ট অধ্যায়টি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিইআরটি (NCERT)। পাঠ্যবইতে নবম অধ্যায়টির নাম ছিল ‘বংশগতি ও বিবর্তন’। বর্তমানে ‘বিবর্তন’ অংশটি বাদ দিয়ে অধ্যায়টির নতুন নামকরণ হয়েছে ‘বংশগতি’।
আরও পড়ুনঃ বদলে যাবে মাধ্যমিকের সিলেবাস
এনসিইআরটির (NCERT) এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছেন দেশের বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক ও বিশেষজ্ঞরা। ‘ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’ নামক দেশের এক স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংগঠনের তরফে এনসিইআরটির উদ্দেশ্যে খোলা চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট চিঠিতে মাধ্যমিক স্তরে ‘বিবর্তনবাদ’ তত্ত্বকে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। চিঠিতে সাক্ষর করেছেন দেশের প্রথম সারির বিজ্ঞানী, বিজ্ঞান বিশেষজ্ঞেরা। পড়ুয়াদের জন্য এই ‘বিবর্তনবাদ’ তত্ত্বটি জানা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে সরব হয়েছে বিজ্ঞান মহল।