Dasarathi Hazra Memorial College Recruitment: পশ্চিমবঙ্গের Dasarathi Hazra Memorial College -এ গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Dasarathi Hazra Memorial College Group- C Recruitment 2021. দশরথী হাজরা মেমোরিয়াল কলেজ (Dasarathi Hazra Memorial College) হল পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। Purba Bardhaman Dasarathi Hazra Memorial College (DHMC) Non Teaching Staff Recruitment 2021. Dasarathi Hazra Memorial College Group- D Recruitment 2021
Dasarathi Hazra Memorial College Recruitment 2021
Dasarathi Hazra Memorial College Group- C & Group- D Recruitment 2021. বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 7 ফেব্রুয়ারি, 2021। বিজ্ঞপ্তি নং 01/2021.
Post Name & Vacancy
Dasarathi Hazra Memorial College -এ Accountant (Group- C), Clerk (LD Group- C), Peon (Group- D), Guard (Group- D), Karmabandhu (Part Time) পদগুলিতে নিয়োগ করা হবে।
- Accountant (Gr. C)- 01 (UR)
- Clerk (LD Gr. C)- 01 (UR)
- Peon (Gr. D)- 01 (UR)
- Guard (Gr. D)- 01 (UR)
- Karmabandhu- 01 (UR)
আরও পড়ুন: মাধ্যমিক পাশে ১৩ হাজার ভলেন্টিয়ার নিয়োগ
যেহেতু উপরোক্ত প্রতিটি পদ জেনারেল প্রার্থীদের জন্য সংরক্ষিত, সুতরাং পদগুলিতে যেকোনো শ্রেণীভূক্ত (GEN/ SC/ ST/ OBC ইত্যাদি) প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Pay Scale & Salary
Dasarathi Hazra Memorial College Non Teaching Staff Salary বা বেতনক্রম নীচে দেওয়া হল।
1. Accountant (Gr. C)- মূল বেতন 7,100/- থেকে 37,600/- টাকা, সঙ্গে 3600 টাকা গ্রেড পে।
2. Clerk (LD Gr. C)- মূল বেতন 5,400/- থেকে 25,200/- টাকা, সঙ্গে 2600 টাকা গ্রেড পে।
3. Peon (Gr. D)- মূল বেতন 4,900/- থেকে 16,200/- টাকা, সঙ্গে 1700 টাকা গ্রেড পে।
4. Guard (Gr. D)- মূল বেতন 4,900/- থেকে 16,200/- টাকা, সঙ্গে 1700 টাকা গ্রেড পে।
5. Karmabandhu- প্রতি মাসে 3000/- টাকা।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের সমস্ত চাকরির খবর
Qualification
DHMC বা দশরথ হাজরা মেমোরিয়াল কলেজ (Dasarathi Hazra Memorial College) -এর আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নীচে দেওয়া হল। Dasarathi Hazra Memorial College Group- C & Group- D Qualification given below.
1. Accountant (Gr. C)- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ। আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট দরকার।
2. Clerk (LD Gr. C)- মাধ্যমিক পাশ বা সমতুল। সঙ্গে বাংলা ভাষা পড়তে এবং বলতে জানতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোর্স করা থাকতে হবে।
3. Peon (Gr. D)- পিয়ন পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। কম্পিউটারে MS Office সফট্ওয়ারে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার।
4. Guard (Gr. D)- অন্তত অষ্টম শ্রেণী পাশ। কম্পিউটারে MS Office সফট্ওয়ারে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার।
5. Karmabandhu- অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে।
কর্ম বন্ধু পদ বাদে বাকি সব পদগুলির ক্ষেত্রে, যদি আবেদনকারী সংশ্লিষ্ট কলেজে চুক্তিভিত্তিক ভাবে দু’বছরের বেশি কোনো পদে কাজ করে থাকে, তাহলে অগ্রাধিকার পাবে।
আরও পড়ুন: পুলিশ বিভাগে নতুন নিয়োগ চলছে
Selection Process
এখন আপনাদের সাথে শেয়ার করবো Dasarathi Hazra Memorial College Group- C & Group- D Post Selection Process. অর্থাৎ পদগুলিতে কিভাবে নিয়োগ করা হবে। অ্যাকাউন্টেন্ট এবং ক্লার্ক পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা (150 নম্বরের), কম্পিউটার টেস্ট (50 নম্বরের) এবং ইন্টারভিউ (20 নম্বরের) -এর মাধ্যমে। লিখিত পরীক্ষার এডমিট কার্ড পরীক্ষার্থীদের ইমেইল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে।
পাশাপাশি, Dasarathi Hazra Memorial College Peon, Guard & Karmabandhu পদের ক্ষেত্রে Walk-in-Interview -এর মাধ্যমে নিয়োগ করা হবে। Peon এবং Karmabandhu পদের ইন্টারভিউ হবে 27 ফেব্রুয়ারি, 2021 তারিখ। Guard পদের ইন্টারভিউ হবে 28 ফেব্রুয়ারি, 2021 তারিখ।
- Peon Interview Reporting time- 10:00 a.m. to 11:30 a.m.
- Karmabandhu Interview Reporting time- 12:00 noon to 1:30 p.m.
- Guard Reporting time- 10:00 a.m. to 11:30 a.m.
Venue of Interview
Dasarathi Hazra Memorial College Group- D Post Interview Venue. দশরথী হাজরা মেমোরিয়াল কলেজে গ্রুপ-ডি পদের ইন্টারভিউয়ের স্থান- office of the SDO Sadar (north), court compound, Burdwan, purba Bardhaman.
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের মাল্টিটাস্কিং স্টাফ পদে চাকরি
Application Process
Dasarathi Hazra Memorial College Group- C Application Process. দশরথী হাজরা মেমোরিয়াল কলেজে গ্রুপ সি পদগুলির ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে করে একটি মুখ বন্ধ করে রেজিস্টার্ড পোস্ট/ স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 24 ফেব্রুয়ারি, 2021 বিকেল পাঁচটা। গ্রুপ-ডি পদগুলির ক্ষেত্রে আলাদা করে আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
Application Fess
- Group- C (Accountant, Clerk)- এই পদগুলির ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 200/- টাকা।
- Group- D (Peon, Guard, Karmabandhu)- এই পদগুলির ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 200/- টাকা।
আবেদন ফি জমা দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে in favour of Dasarathi Hazra Memorial College payable at Bhatar. ডিমান্ড ড্রাফটের রিসিভ কপি গ্রুপ সি পদের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে, গ্রুপ ডি পদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে।
গ্রুপ সি পদগুলির ক্ষেত্রে আবেদন পত্র পাঠানোর ঠিকানা- To the Principal, Dasarathi Hazra Memorial College, P.O.- Bhatar, Dist.- Purba Bardhaman, PIN- 713125
Application form Download
Dasarathi Hazra Memorial College Group- C & Group- D post Application form Download Link given below.
আরও পড়ুন: ৬ হাজার স্টাফ নার্সের চাকরি