রাজ্যের পাবলিক স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No-
পদের নাম- Primary Teacher, Post Graduate Teacher (PGT) Trained Graduate Teacher (TGT)
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো- English, Physics, Chemistry, Mathematics, History, Geography, Physical Education, Hindi, Sanskrit, Bengali সহ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে Graduate/ Post Graduate সহ B.ed করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির খবরঃ পুরুলিয়া সৈনিক স্কুলে শিক্ষক নিয়োগ
পদের নাম- Non Teaching Staff
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- LDC, UDC, Assistant, Front Office Assistant, Network Assistant, Nurse, Lab Assistant, Library Assistant, Computer Operator, Jr Engineer, Hostel Warden
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ অনুযায়ী প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduate/ Computer/ GNM/ Diploma সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন– পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ সবার জন্য ৫০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১ ফেব্রুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here