সরকারি কর্মীদের জন্য দারুণ খুশির খবর। নতুন বছরে ফের ডিএ বৃদ্ধির খবর পেতে চলেছেন তাঁরা। গত বছর থেকেই মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা টের পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। দীপাবলির পর চার শতাংশ ডিএ বাড়ে তাঁদের। বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা। তবে এখানেই শেষ নয়, চলতি বছরের শুরুতেই ডিএ বাড়ানোর আভাস দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেইমতো ফেব্রুয়ারির প্রথমে নতুন ঘোষণা আসতে চলেছে বলে জানা যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুসারে আরও চার শতাংশ ডিএ বাড়তে পারে কর্মীদের। যার ফলে মহার্ঘ ভাতা পৌছবে ৫০%-তে।
সামনেই লোকসভা ভোট। নির্বাচনের প্রাক্কালে কর্মীদের স্বার্থে নতুন সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। অন্তত তেমনটাই ধারণা করছেন সকলে। আসন্ন অন্তর্বর্তীকালীন বাজেটের দিনেই ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে। জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। একাধিক রিপোর্টে বলা হচ্ছে, যেদিন নরেন্দ্র মোদীর সরকারের তরফে অন্তর্বর্তীকালীন বাজেট (ভোট-অন-অ্যাকাউন্ট) পেশ করা হবে, সেইদিনই বাড়বে সরকারি কর্মীদের ডিএ। সাধারণত বছরের শুরুতে ডিএ সংশোধন করে কেন্দ্রীয় সরকার। যদি ১ ফেব্রুয়ারি ডিএ সম্পর্কিত ঘোষণাটি হয়, তবে জানুয়ারি ২০২৪ থেকে বর্ধিত ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শুধু ডিএ বৃদ্ধি নয় কর্মীদের এরিয়ার বা বকেয়া টাকাও মেটানো হবে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ কনস্টেবল নিয়োগের জন্য এবার একটি লিখিত পরীক্ষা
আরও চার শতাংশ ডিএ বাড়লে কতটা বাড়বে সরকারি কর্মীদের বেতন? সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৫০ শতাংশে পৌছে গেলে সেটির ‘শূণ্য’ হিসেব ধরা হবে। অর্থাৎ, সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে, মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হলে সেই ডিএ-এর অর্থ যুক্ত হবে কর্মীদের মূল বেতনের সঙ্গে। সেক্ষেত্রে কারোর বেসিক স্যালারি যদি হয় ২০ হাজার তবে তার সঙ্গে আরও দশ হাজার টাকা যুক্ত হবে। সবমিলিয়ে সরকারি কর্মীদের বেতন একলাফে অনেকটাই বাড়বে নতুন ঘোষণার ফলে। আর সেই ঘোষণা শোনার অপেক্ষাতেই আপাতত দিন গুনছেন কর্মীরা।