কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা শোনার অপেক্ষায় দিন গুনছেন সরকারি কর্মীরা। জুলাইয়ের বর্ধিত ডিএ-এর ঘোষণা শীঘ্রই করতে চলেছে মোদী সরকার। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, অগাস্ট মাসেই ডিএ সম্পর্কিত ঘোষণা আসার কথা ছিল। কিন্তু অগাস্টের শেষ লগ্নে দাঁড়িয়ে অপর একটি রিপোর্ট বলছে, অগাস্ট নয় বরং সেপ্টেম্বর মাসেই ডিএ বৃদ্ধির সুখবর পাবেন কর্মীরা। অর্থাৎ পুজোর আগে মুখে হাসি ফুটবে তাঁদের।
প্রতি মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স-এর ডেটা প্রকাশ করে শ্রম ব্যুরো। এর ভিত্তিতে ঠিক করা হয় মহার্ঘ ভাতার হার কতটা বাড়ানো হবে। সম্প্রতি পিটিআই সূত্রে জানা যাচ্ছে, অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্রের বক্তব্য, জুন ২০২৩ -এর CPI-IW প্রকাশ পাওয়ার পর চার শতাংশ ডিএ বৃদ্ধির দাবি করা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তিন শতাংশ ডিএ বাড়াতে পারে বলে অনুমান করছেন তাঁরা। এই তিন শতাংশ ডিএ বাড়লেও বেতন যথেষ্টই বৃদ্ধি পাবে কর্মীদের। উৎসবের মরশুমে এই খবর যেন উপহার পাওয়ার মতোই।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ
সূত্রের খবর, রেলওয়েম্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র জানিয়েছেন, অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ রাজস্ব প্রভাব-সহ ডিএ বৃদ্ধির প্রস্তাব বানাবে। তারপর তা পেশ করা হবে মন্ত্রী সভায়। মন্ত্রীসভার অনুমোদন মিললে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। আশা করা যাচ্ছে, সেপ্টেম্বরে এ সম্পর্কিত আপডেট আসতে পারে। ফলে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।