জুলাইতে মহার্ঘ ভাতা বৃদ্ধির আশায় প্রহর গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে শেষবারের জন্য ডিএ (DA) বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। তার আগে ডিএ-এর হার ছিল ৩৮ শতাংশ। মোদী সরকারের ঘোষণা মাফিক সেই ডিএ বাড়িয়ে ৪২ শতাংশ করা হয়েছে। বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা। ইতিমধ্যে রিপোর্ট জানায়, জুলাই মাসে ফের কর্মীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। ৩ থেকে ৪ শতাংশ হারে ডিএ বাড়বে বলে জানা যায়।
মুদ্রাস্ফীতির দাপটে নাভিশ্বাস দশা ভারতবাসীর। খরচার ক্ষেত্রে অনেক মেপে সিদ্ধান্ত নিতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমুল্য দামে মাথায় হাত জনগণের। এমতাবস্থায়, সরকারের ডিএ বৃদ্ধির ইঙ্গিতে কিছুটা স্বস্তিতে সরকারি কর্মীরা। সাধারণত বছরে দুবার মহার্ঘ ভাতা মেলে কর্মীদের। একটি বছরের শুরুতে আর অপরটি ১ জুলাই থেকে। বছর শুরুর ডিএ ঘোষণা অনেক আগেই সেরেছে কেন্দ্র। আর জুলাই মাসের ডিএ ঘোষণা খুব তাড়াতাড়ি হতে চলেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। জুলাই মাস পড়ার পর থেকেই একে একে দিন গুনছেন সরকারি কর্মীরা। সূত্রের খবর, জুন মাসের এআইসিপিআই সূচকের ভিত্তিতে স্পষ্ট হবে কতটা বাড়বে সরকারি কর্মীদের ডিএ। রিপোর্ট বলছে, এক, দু মাসের মধ্যেই ডিএ বৃদ্ধির ঘোষণা করবে মোদী সরকার।
আরও পড়ুনঃ রাজ্যের ডিএ মামলায় বড় ইঙ্গিত সুপ্রিম কোর্টের
[quads id=10]
সরকারি কর্মীরা বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। জুলাইতে ৪ শতাংশ ডিএ বাড়লে মহার্ঘ ভাতা পৌছবে ৪৬ শতাংশতে। এটি চালু থাকবে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। আবার ২০২৪-এর জানুয়ারিতে পরবর্তী ডিএ প্রযোজ্য হবে। সেই সময় যদি আরও ৪ শতাংশ ডিএ বাড়ে তবে মহার্ঘ ভাতা পৌছবে ৫০ শতাংশে। প্রসঙ্গত, ভোট আসার আগেই মহার্ঘ ভাতার হার বাড়িয়েছে দেশের বেশ কিছু রাজ্যের সরকার। পরের বছর লোকসভা নির্বাচন। আর ভোটের আগেই কর্মীদের সুখবর দিতে পারে মোদী সরকার। অন্তত তেমনটাই ধারণা করা হচ্ছে।
[quads id=10]







