দারুণ স্কলারশিপের সুযোগ দিচ্ছে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। ভারত সরকারের এই মন্ত্রকের পক্ষ থেকে চলতি বছরেও INSPIRE Awards MANAK Scheme 2023-24 -এর আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি মন্ত্রকের পক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে উক্ত স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ভারতবর্ষের মেধাবী ও দুস্থ ছাত্রীদের এই স্কলারশিপ প্রদানের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস এবং বাড়িতে সঠিক শিক্ষন পরিকাঠামোর উপর গুরুত্ত্ব আরোপ করতে চায় কেন্দ্রীয় সরকার। কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
INSPIRE Awards MANAK Scheme 2023-24
যোগ্যতা- ১০ থেকে ১৫ বছর বয়সী স্কুল পড়ুয়া অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের পূর্বের ক্লাসে ভালো নম্বর পেয়ে থাকতে হবে। বর্তমান বর্ষে বিদ্যালয়ে পঠন পাঠনের প্রমাণ দাখিল করতে হবে।
আরও পড়ুনঃ মেয়েদের জন্য দারুণ স্কলারশিপের সুযোগ
টাকার পরিমান- ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এই স্কলারশিপে প্রতিটি ছাত্রছাত্রীকে এককালীন ১০,০০০/- টাকা প্রদান করে থাকে। চলতি বর্ষেও এর কোনও পরিবর্তন করা হয়নি।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৫ টি দুর্দান্ত স্কলারশিপ
আবেদন পদ্ধতি- এই স্কলারশিপের জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। মন্ত্রকের নির্দিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন জানানোর সময় সমস্ত প্রকার প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। ওয়েবফর্মের আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করার পর সাবমিট করতে হবে। সাবমিট করার পর প্রাপ্ত রেফসরেন্স বা অ্যাপ্লিকেশান আইডি ভবিষ্যতের প্রয়োজনের জন্য নোট করে রাখতে হবে।
আবেদনের সময়সীমা- উক্ত স্কলারশিপের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আগামী ৩১ আগস্ট, ২০২৩ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হবে।
Official Website: Apply Now