কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্সুরেন্স কোম্পানীতে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে NIACL কোম্পানি। এই পদের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা, যোগ্যতা থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি এবং আবেদনের শেষ সময়সীমা জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদের সংখ্যা- ৫০০ টি।
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। এছাড়া যে জায়গার জন্য আবেদন করবেন প্রার্থী সেখানকার আঞ্চলিক ভাষা পড়তে পারা ও লিখতে পারার যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা- এই পদে আবেদন করবার বয়স সীমা হল ২১-৩০। তবে ওবিসিদের তিন বছর , এস সি ও এস টি দের পাঁচ বছর বয়স পর্যন্ত ছাড় আছে।
মাসিক বেতন- ২২,৪০৫-৬২,২৬৫ টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে।
বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? একনজরে দেখে নিন
পরীক্ষা পদ্ধতি- দুই ভাগে এই পরীক্ষা হবে। টায়ার ওয়ান ইংরেজি , রিজনিং ও ম্যাথমেটিক্সের ওপর হবে ১০০ নম্বরের পরীক্ষা। টায়ার টু অর্থাৎ মেন পরীক্ষায় ইংরেজি,রিজিওনিং , অঙ্ক , জেনারেল এওয়ারনেস , কম্পিউটার নলেজ – সবগুলি ৫০ নম্বর করে মোট ২৫০ নম্বরের পরীক্ষা।
পরীক্ষার তারিখ- টায়ার ওয়ানের প্রিলিমিনারি অনলাইন এক্সাম হবে জানুয়ারির ২৭ তারিখ, সোমবার। টায়ার টু অর্থাৎ মেন পরীক্ষা হবে, মার্চের ২ তারিখ,রবিবার। পরীক্ষার ৭ দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
আবেদন পদ্ধতি- এই চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য কোম্পানির ওয়েবসাইটে যে অনলাইনে আবেদন করতে হবে। https://www.newindia.co.in -এই ওয়েবসাইটে গিয়ে Apply online অপশনে ক্লিক করতে হবে এরপর রেজিস্টার করতে হবে এবং নিজে যাবতীয় ডিটেলস সেখানে দিতে হবে।
আরও পড়ুনঃ বিনামূল্যে ইংরেজি শেখাবে রাজ্য পুলিশ, বিস্তারিত জানুন
আবেদনের শেষ তারিখ- ১৭ই ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here