চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ

রাজ্যের সরকারি হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে স্বাস্থ্য পরিষেবা ঠিক রাখতে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বিভাগে ডায়মন্ড হারবার গভারমেন্ট মেডিকেল কলেজ ও হসপিটালে দু’ মাসের চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করছে। কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীর আবেদন করতে পারবেন।

পদের নাম- মেডিক্যাল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার)
শূন্যপদ- ১০ টি।

চাকরির খবর: ২৫০০ শূন্যপদে কলকাতা পুলিশে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে (DCCT) ডিপ্লোমা করে থাকতে হবে।
বেতন- প্রতি মাসে বেতন ১৭,২২০/- টাকা।

[quads id=10]

ইন্টারভিউ এর তারিখ ও সময়- ০৯/০৬/২০২১ তারিখ সকাল ১০ টা।
ইন্টারভিউর স্থান- Diamond Harbour Government Medical College & Hospital, Diamond Harbour, South 24 Prganas.

চাকরির খবর: রাজ্যে হিন্দুস্থান কপারে কর্মী নিয়োগ

Official Notification

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ