বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। DG EME দপ্তর অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের দপ্তর থেকে সম্প্রতি নিয়োগ বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। DG EME দপ্তর হলো কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। বিস্তারিত নিয়োগ পদ্ধতি সংক্রান্ত রইলো আজকের এই প্রতিবেদন।
যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হল-
লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ, ফায়ার ম্যান, কুক, বারবার, ফার্মাসিস্ট, ইলেকট্রিশিয়ান, টেলিকম মেকানিক্স, ভেহিকেল মেকানিক, ড্রাফ্টস ম্যান, স্টেনোগ্রাফার, ফিটার, ওয়েল্ডার, ভেহিকেল মেকানিক, স্টোরকিপার, সিভিলিয়ান মোটর ড্রাইভার, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ওয়াসারম্যান ইত্যাদি।
শূন্যপদের সংখ্যা- ৬২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা-
বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে। তবে ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সহ একাধিক শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। কিছু পদের ক্ষেত্রে আইটিআই পাশ ও কিছু পদের জন্য ডিপ্লোমা ডিগ্রি আবশ্যক। স্টেনোগ্রাফার ও লোয়ার ডিভিশন ক্লার্কে কম্পিউটার স্কিল টেস্ট দিতে হবে।
আরও পড়ুনঃ কলকাতা এয়ারপোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কীভাবে আবেদন করবেন দেখুন
বয়সসীমা- কিছু কিছু পদের ক্ষেত্রে জেনারেল ও EWS দের বয়স সীমা হল ১৮ থেকে ২৫ বছর, আর কিছু কিছু পদের জন্য জেনারেল ও EWS দের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম- কেন্দ্রীয় সপ্তম পে কমিশন অনুযায়ী পে ব্যান্ড ১ (৫২০০-২০২০০), গ্রেড পে ১৮০০ টাকা থেকে শুরু করে পে ব্যান্ড ৪ (৫২০০-২০২০০), গ্রেড পে ২৮০০ টাকা পর্যন্ত হবে।
পরীক্ষা পদ্ধতি- এই পদগুলির জন্য লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট হবে। তবে কিছু পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার আগে ফিজিক্যাল টেস্ট দিতে হবে।
আবেদন পদ্ধতি- অফলাইনে আবেদন করতে হবে ও যাবতীয় নথিপত্র সমেত আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় সাধারণ ডাকে পাঠাতে হবে।
আবেদন ফি- এক্ষেত্রে আবেদন করার জন্য কোনও আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ- বর্তমানে একটি শর্ট নোটিশ বেরিয়েছে। এখনও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি বেরোয়নি। এই পদের জন্য যেদিন অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে সেই দিন থেকে ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে।