অনলাইন ডিস্টেন্স কোর্সে পাওয়া ডিগ্রি কি রেগুলার কোর্সের সমতূল্য? এই প্রশ্ন করোনা কালে এবং বর্তমান সময়ে ছাত্রছাত্রী মহলে বেশ চর্চিত বিষয়। এই নিয়ে নানা রকমের কথা প্রচার হচ্ছে চারিদিকে। তাই বিভ্রান্ত বহু ছাত্রছাত্রী। এই প্রশ্নের সমাধান করলেন ইউজিসি (UGC) ‘র সচিব রজনীশ জৈন।
এ বিষয়ে রজনীশ জৈন বলেন, ২০১৪ সালে ইউজিসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছিল যে, কেউ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডিগ্রিগুলি যদি ডিস্টেন্সে বা অনলাইনে অর্জন করে, তাহলে তা প্রচলিত মাধ্যমে প্রাপ্ত ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য করা হবে। আরও জানান, ইউজিসি’র ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম এবং অনলাইন প্রোগ্রাম রেগুলেশনের ২২ নং ধারায় এ কথা স্পষ্ট ভাবে বলা আছে।
আরও পড়ুনঃ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ চলছে
করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষার উপর জোর দিয়েছিল প্রতিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন জাগছিল, অনলাইনে শিক্ষার মাধ্যমে প্রাপ্ত এই ডিগ্রি ভবিষ্যতে তাদের কেরিয়ারের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে কি? এই প্রশ্ন দূর করতেই এদিন বিবৃতি দিলেন ইউজিসি সচিব।