চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যে ক্লার্ক ও গ্রূপ- ডি কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৫ নভেম্বর পর্যন্ত

রাজ্যে গ্রূপ- ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে সম্পূর্ণভাবে চুক্তির ভিত্তিতে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ট কাম অফিসার মাস্টার।
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারের কাজ এবং প্রিন্টারের কাজ সম্পর্কে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে প্রার্থীকে অবশ্যই মিনিটে কুড়িটি ইংরেজি শব্দ লেখার দক্ষতা রাখতে হবে।
বেতন- প্রতিমাসে ১৩,৫০০ টাকা এবং প্রতি বছর ৩ শতাংশ হারে বেতনক্রম বাড়তে পারে।

পদের নাম- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার।
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারের কাজ এবং প্রিন্টারের কাজ সম্পর্কে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে প্রার্থীকে অবশ্যই মিনিটে ২০ টি ইংরেজি শব্দ লেখার দক্ষতা রাখতে হবে।
বেতন- প্রতিমাসে ১৩,৫০০ টাকা এবং প্রতি বছর ৩ শতাংশ হারে বেতনক্রম বাড়তে পারে।

পদের নাম- গ্রুপ-ডি
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ।
বেতন- প্রতিমাসে ১২,০০০ টাকা এবং প্রতি বছর ৩ শতাংশ হারে বেতনক্রম বাড়তে পারে।

[quads id=10]

বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের স্থানঃ নিয়োগ করা হবে মালদা জেলার লিগ্যাল সার্ভিস অথরিটিতে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। মালদা জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে মালদা জেলার লিগ্যাল সার্ভিস অথরিটি ‘র ঠিকানায় পাঠাতে হবে। স্পিড পোস্ট, অডিনারি পোস্ট বা রেজিস্টার পোষ্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও পাঠাতে পারবেন। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২১।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Chairman, District Legal Services Authority, Malda, P.O. & District- Malda, Pin- 732101

[quads id=10]

আবেদন ফি- গ্রুপ ডি তে আবেদনকারী প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ২০০ টাকা ধার্য করা হয়েছে এবং অন্যান্য পদগুলির ক্ষেত্রে ৩০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা দিতে হবে নির্দিষ্ট একাউন্ট নম্বরে। State Bank of India, Malda, A/c Name- Dist Legal Service Authority, A/c No.- 40084182686, IFSC Code- SBIN0000129.

Official Notice: Download Now
Application form: Download Now
Daily Job Update: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ