রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। রাজ্য সরকারের অধীনস্থ জেলাশাসক দপ্তরের কোষাগার বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার নিরিখে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Employment No.— 614/ESH
পদের নাম— ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে সরকারি অথবা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীর কম্পিউটার অপারেটিং বিষয়ক যেকোনো একটি কোর্সের ডিগ্রী সার্টিফিকেট থাকা আবশ্যক। এরই পাশাপাশি বিভিন্ন ধরনের ডাটা প্রসেসিং করার বিশেষ দক্ষতা রাখতে হবে প্রার্থীকে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ১৬,০০০/- টাকা।
বয়সসীমা— ১ জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
চাকরির খবরঃ ইন্ডিয়ান অয়েল সংস্থায় চাকরির দারুণ সুযোগ
আবেদন পদ্ধতি— অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জমা করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর প্রিন্ট করা আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য গুলি নির্ভুলভাবে উল্লেখ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদনপত্রে নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগিয়ে স্বাক্ষর করে নিতে হবে। এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি একটি মুখ বন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— District Magistrate and Collector Office, Suri, Birbhum
আবেদনের শেষ তারিখ— ১২ আগস্ট, ২০২৪।
Official Notification: Download Now
Official Website: Click Here