রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দূর্গাপুর স্টিল কারখানায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোথায় এবং কোন পদে নিয়োগ করা হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- Proficiency Trainee
মোট শূন্যপদ- ২৬ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- B.Sc নার্সিং কোর্স পাশ করে থাকতে হবে অথবা জেনারেল নার্সিং কোর্সের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। যদি প্রযোজ্য হয় ইন্টারসিপ সার্টিফিকেট লাগতে পারে এবং রেজিস্ট্রেশন করা সার্টিফিকেটের প্রয়োজন।
প্রশিক্ষণের সময়কাল- ১৮ মাস। প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করতে হবে। সপ্তাহে একদিন ছুটি।
স্টাইপেন্ড- প্রতি মাসে ৮০০০ টাকা। মাসে ২০ দিন বা তার বেশি কাজ করলে প্রতিদিন ২৬০ টাকা করে দেওয়া হবে এবং ১৫ থেকে ১৯ দিন কাজ করলে প্রতিদিন ১৩০ টাকা করে দেওয়া হবে। ১৫ দিনের কম কাজ করলে কোন টাকা দেওয়া হবে না।
চাকরির খবরঃ ৬ হাজার শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ
[quads id=10]
যে সমস্ত ডিপার্টমেন্টে কাজ করতে হবে তা নিম্নোক্ত-
• ICU/ NICU/ BICU.
• Medicine.
• Surgery.
• Obs & Gyn.
• Paediatrics.
• Casualty.
• Orthopaedics.
• COVID.
• Chest & other.
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা নিচের দেওয়া লিংক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে ইমেইল করতে হবে। পূরণ করা আবেদনপত্রটি ২৯ আগস্ট ২০২২ তারিখের মধ্যে rectt.dsp@sail.in এই ইমেইল একাউন্টে পাঠাতে হবে। শর্ট লিস্টের মধ্যে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য মেল অথবা SAIL এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
নিয়োগের স্থান- দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (DSP) এর হসপিটালে।
ইন্টারভিউয়ের সময়- সকাল ১০ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত।
ইন্টারভিউয়ের স্থান ও তারিখ- দুর্গাপুরে, ৩০ আগস্ট, মঙ্গলবার এবং ৩১ আগস্ট, বুধবার।
ইন্টারভিউয়ের স্থান- DSP Main Hospital, J. M. Sengupta Road, B- Zone, Durgapur- 713205
চাকরির খবরঃ কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here








