শিক্ষার খবর

উচ্চমাধ্যমিকে বাজিমাত পূর্ব মেদিনীপুরের! পিছিয়ে রইল কলকাতা

Advertisement

প্রকাশ পেল উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফলাফল। প্রতি বছরের ধারাকে বজায় রেখে এবছরেও বেলা ১২টা থেকে সাংবাদিক বৈঠকে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করেছে সংসদ। বেলা ১২:৩০ থেকে অনলাইনে নিজেদের নম্বর জানতে পেরেছেন পরীক্ষার্থীরা। ফলপ্রকাশে দেখা গেল, আগের বছরের তুলনায় এ বছরে পাশের হার বৃদ্ধি পেয়েছে। পাশের নিরিখে শীর্ষ স্থান দখল করেছে পূর্ব মেদিনীপুর জেলা।

চলতি বছরের উচ্চমাধ্যমিকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। ছাত্রের চাইতে এ বছরে ছাত্রীদের অংশগ্রহণের সংখ্যা বেড়েছে। প্রায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা এবছর বেশি ছিল। এবারের উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে এগিয়ে রয়েছেন ছাত্ররা। উচ্চমাধ্যমিকে মেয়েদের পাশের হার যেখানে ৮৭.২৬ শতাংশ সেখানে ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। রাজ্যের এগারোটি জেলায় পাশের হার ৯০ শতাংশেরও বেশি। সারা রাজ্যের মধ্যে পাশের হারে খানিকটা পিছিয়ে দশম স্থানে রয়েছে কলকাতা।

Higher Secondary Result LIVE

উচ্চমাধ্যমিকে বাজিমাত পূর্ব মেদিনীপুরের

এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় ৩৮ শতাংশ পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। জেলা ভিত্তিক ফলাফল যথেষ্ট ভালো। মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ৮৭ জন ছাত্রছাত্রী। মেধাতালিকায় সবচেয়ে বেশি ছাত্রছাত্রী রয়েছে হুগলি জেলার থেকে। উচ্চমাধ্যমিক ২০২৩ এ প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সরকার। যুগ্ম দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার সুষমা পাল ও উত্তর দিনাজপুরের আবু সামা। তৃতীয় হয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক। উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

উচ্চমাধ্যমিকে বাজিমাত পূর্ব মেদিনীপুরের

Related Articles